অবহেলিত ছেলেটি যখন টপ বিজন্যাস ম্যানের ছেলে
লেখকঃ MR.SHADOW
পার্ট-১
____________________★★★________________
সোফায় বসে আছেন আকরাম খান ও তার স্ত্রী সুফিয়া খান। তাদের এক সন্তান একটি মেয়ে।
আকরাম খানঃ সফিয়া আমার এতো বড়ো বিজন্যাস আমার পরে কে দেখবে। এখন অনেকে চাপ দিচ্ছে তাদের কাছে আমার কম্পানি বিক্রি করতে...!!
মিসেস খানঃ কি করবে বলো যে একজন ছিল তাকে তো আমাদের কাছ থেকে আল্লাহ অনেক আগেই কেড়ে নিয়েছেন...😢
আকরাম খানঃ হুমম....( বলেই একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন)
তারপর মিস্টার খান নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেড়ি হলেন....!!
অফিসে যাওয়ার সময়.....
আকরাম খানঃ রিমি মা.....রিমি....(আকরাম খানের মেয়ে)
রিমিঃ হ্যাঁ বাবা বলো...!!
আকরাম খানঃ তোর জন্য আসার সময় কি নিয়ে আসবো...?
রিমিঃ আসার সময় আমার জন্য বড় টেডি আর চকলেট নিয়ে আসবা...🥰
আকরাম খানঃ ওরে আমার চকলেট পাগলি মেয়েরে...❤️
সফিয়া আমার মেয়ের খেয়াল রাখবে।
মিসেস খানঃ হুমম তোমাকে বলতে হবে না।
তারপর আকরাম খান অফিসে চলে গেলেন...!!!
অন্যদিকে আমাদের গল্পের নায়ক....
ওর একজন চাচার সাথে ছোট একটা বাসায় থাকে...
চাচাঃ কিরে রেড়ি হচ্ছিস কোথাও যাবি...?
আমিঃ হুমম...আজ আমার কলেজের প্রথম দিন...!
চাচিঃ আচ্ছা....তাহলে যা ভালো করে পড়াশোনা করবি।
আমিঃ হুমম চাচা দোয়া করো ..!!
চাচাঃ আমার দোয়াতো সব সময় তোর সাথেই থাকে।
আমিঃ আচ্ছা গেলাম আমার দেরি হচ্ছে।
চাচাঃ সাবধানে যাস...
আমিঃ হুম
এইবলে আমি কলেজের দিকে রওনা দিলাম....!!
অন্য দিকে আমাদের গল্পের নায়িকা.....
এখনো ঘুমে....
নায়িকার আম্মুঃ কিরে মা আজকে না তোর কলেজের প্রথম দিন...?
নায়িকাঃ হুমম...
নায়িকার আম্মুঃ তো ওঠিস না কেন...?
নায়িকাঃ কয়টা বাজে...?
নায়িকার আম্মুঃ ৮ টা বাজে তাড়াতাড়ি ওঠ..!
নায়িকাঃ কিহহহ....৮ টা বাজে আৎ তুমি এখন ডাকতেছো....?
নায়িকার আম্মুঃ তোকে কখন থেকে ডাকতেছি তুই ওঠিস না...!!
নায়িকাঃ হুম....এবার সড়ো ফ্রেশ হতে হবে...!!
এটা বলেই ও ফ্রেশ হতে গেল...
এবার নায়িকার পরিচয় দেওয়া যাক.....আজমল চৌধুরী ও রুমা চৌধুরীর আদরের একমাত্র মেয়ে হলো মিরা চৌধুরী। মিরার বাবা ও বিজন্যাস ম্যান।
কিছুক্ষন পরে মিরা ফ্রেশ হয়ে এসে হালকা নাস্তা করে কলেজের দিকে রওনা দিলো।
অনেক বকবক করে ফেলছি....এবার আমার পরিচয় দেওয়া যাক....
আমি রবিউল ইসলাম।ছোট থেকে চাচার কাছে বড় হয়েছি। আমি আমার আব্বু আম্মুকে দেখিনি....জানি না ওনারা কোথায়। আদেও ওনারা আছেন কি না....!!চাচার একটা ছোট দোকান আছে। তাই থেকে আমাদের চলে যায়।
এদিকে আমি কলেজে এসে ক্লাস খুঁজে পাচ্ছি না।তাই একজনকে জিজ্ঞাসা করলাম....
আমিঃ ভাইয়া অনার্স ১ম বর্ষের ক্লাস কোনটা বলতে পারবেন...!!
ছেলেটাঃ নতুন নাকি...?
আমিঃ হুমমম....
ছেলেটাঃ আমিও তোমার সাথে পড়ি চলো ক্লাসে যাই...!!
আমিঃ হুমম...
ছেলেটাঃ তোমার নাম কি...?
আমিঃ রবিউল ইসলাম। তোমার...?
ছেলেটাঃ সাগর আহম্মেদ...
আমিঃ নাইস নেম...!!❤️
সাগরঃ আচ্ছা...আমরা কি বন্ধু হতে পারি।
আমিঃ ঠিক আছে....তুই করে বলতে হবে।
সাগরঃ আচ্ছা বলবো।
তারপর আমরা ক্লাসে বসে আড্ডা দিতে লাগলাম...!!
হঠাৎ....
চলবে......
→ সবাই পাচ ওয়াক্ত নামাজ আদায় করবেন❤️
আল্লাহ হাফেজ💝
0 মন্তব্যসমূহ